fbpx
ইন্ডিয়াতে কি আইএলটিএস দরকার হয় ?

ইন্ডিয়াতে কি আইএলটিএস দরকার হয় ?

ভারতীয় বিশ্ববিদ্যালয়গুলো পড়াশোনার জন্য আইইএলটিএস বা টোফেল স্কোর থাকা বাধ্যতামূলক নয়। তবে আইইএলটিএস স্কোর থাকাটা অবশ্যই ভালো কারণ সেখানে একাডেমিক প্রোগ্রামগুলো ইংরেজিতেই প্রদান করা হয়।

ব্যাচেলর ডিগ্রী :-স্নাতক ডিগ্রিতে ভর্তি হওয়ার জন্য অবশ্যই একজন শিক্ষার্থীকে কমপক্ষে ১২ বৎসর মেয়াদী শিক্ষাসার্টিফিকেট দেখাতে হবে।

মাস্টার্স ডিগ্রী :–স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের জন্য শিক্ষার্থীকে কমপক্ষে ১৬বৎসর মেয়াদী শিক্ষাসার্টিফিকেট দেখাতে হবে।

Ph.D :-
পিএইচডি ডিগ্রির জন্য ৩বৎসর পূর্ণকালীন গবেষণা করার সুযোগ পাওয়া যায়

Leave a Reply

Close Menu