স্কলার্স জোনের লক্ষ্য ও উদ্দেশ্য

লক্ষ্য (Mission) :

-শিক্ষার্থীদের সবচেয়ে উপযুক্ত স্কুলিং ও উচ্চশিক্ষা প্রোগ্রাম নির্বাচনে সাহায্য করা।

-প্রতিটি শিক্ষার্থীর প্রতিভা, পারফর্ম্যান্স এবং লক্ষ্যের উপর ভিত্তি করে শিক্ষাগত বিকল্পগুলো নির্বাচন করে দেওয়া।

-শিক্ষার্থীদের বিদেশে পড়াশোনার বিভিন্ন সুযোগগুলো অনুসন্ধানে সহায়তায় করা।

-নীতি, সততা ও মানের প্রতি আপোষহীন থেকে সার্ভিস প্রদান করার প্রতিশ্রুতি নিশ্চিত করা।

উদ্দেশ্য (Vision) :

স্কুলিং ও উচ্চশিক্ষার জন্য সেরা কনসালটেন্সি এজেন্সি হিসেবে কাজ করে যাওয়াই স্কলার্স জোনের মূল উদ্দেশ্য। সেরা মানের মেন্টরশিপ, কনসালটেন্সির মাধ্যমে আমরা সেই কাজগুলো করে যাই।

ক্যারিয়ার পরামর্শদানের মাধ্যমে শিক্ষার্থিদের লিডারশিপ স্কিল ডেভেলপমেন্ট করার কাজটিই করে যাচ্ছে স্কলার্স জোন।

sz-whatsappWhatsApp Now!
1
study abroad
study abroad

Book a Free Consultation​ Now!